ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • / ৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার ও মহেশপুর উপজেলার চড়কতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাফর মোল্লার ছেলে ফজলু মোল্লা (৫০) ও সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবদাস মণ্ডল (৩৫)।
গান্না বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রাম কয়েকজন দিনমজুর আলমসাধুযোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গান্না বাজারের পূর্বপাশে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আরএ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রমিজ উদ্দিন তপু বলেন, সকালে নজু মণ্ডল, মতিয়ার মোল্লা, নুর নবি ও জিল্লর রহমান নামের পাঁচজন রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নজু মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপর দিকে, মহেশপুর থানার এএসআই হাবিব জানান, সকাল ৬টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাক এনজিও কর্মী মোটরসাইকেলে করে চড়কতলার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে চড়কতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দেবদাস মণ্ডল রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

আপলোড টাইম : ০৯:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার ও মহেশপুর উপজেলার চড়কতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাফর মোল্লার ছেলে ফজলু মোল্লা (৫০) ও সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবদাস মণ্ডল (৩৫)।
গান্না বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রাম কয়েকজন দিনমজুর আলমসাধুযোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গান্না বাজারের পূর্বপাশে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আরএ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রমিজ উদ্দিন তপু বলেন, সকালে নজু মণ্ডল, মতিয়ার মোল্লা, নুর নবি ও জিল্লর রহমান নামের পাঁচজন রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নজু মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপর দিকে, মহেশপুর থানার এএসআই হাবিব জানান, সকাল ৬টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাক এনজিও কর্মী মোটরসাইকেলে করে চড়কতলার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে চড়কতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দেবদাস মণ্ডল রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।