চুয়াডাঙ্গার হোমিওপ্যাথিক কলেজ রোডে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান : ৩০ পিস ইয়াবাসহ ইসলামপাড়ার সেন্টু আটক
- আপলোড টাইম : ০৪:৩১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / ৪০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হোমিওপ্যাথিক কলেজ রোড থেকে ইয়াবাসহ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মুসলিমপাড়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গতকালই আটককৃত যুবক সেন্টু শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পার্শ্ববর্তি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে সন্দেহভাজন সেন্টু শেখ নামের এক যুবকের গতিরোধ করে পুলিশ। পরে তার দেহতল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় সেন্টুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। আটককৃত সেন্টু শেখ (২১) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার কামাল উদ্দিন ওরফে পূর্ণ’র ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই জগদিশ চন্দ্র বসু বাদি হয়ে আটককৃত সেন্টুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকালই উদ্ধারকৃত মালামালসহ সেন্টুকে সদর থানায় সোপর্দ করে গোয়েন্দা পুলিশ।