কালীগঞ্জে মাছ ধরার জালে আটকে দুটি বিলুপ্তপ্রায় প্রাণির মৃত্যু
- আপলোড টাইম : ০৯:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ৮২ বার পড়া হয়েছে
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে একই সাথে দুটি বিলুপ্তপ্রায় প্রাণি আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মিশনের মাঠ থেকে প্রাণি দুটি আটক হয়। ওই মাঠের সবুজের মাছ ধরার জালে প্রাণি দুটি আটকা পড়ে। এরমধ্যে একটি মৃত ও অন্যটির অবস্থাও গুরুতর ছিল।
স্থানীয়দের ভাষ্য, এ জাতীয় প্রাণি বনবিড়ালের মতো দেখতে। কিন্তু মুখটা লম্বা ইদুঁরের মতো। তবে দাঁত ধারালো এবং চোখের পলকে গাছে উঠতে পারে। সারা শরীরে বাঘের মতো ডোরা কাটা দাগ আছে। আগে গ্রামাঞ্চলে সচরাচরই দেখা যেত। কিন্তু এখন এগুলো বিলুপ্তপ্রায়। ফলে গতকাল বৃহস্পতিবার ভোরে প্রাণি দুটি দেখতে মানুষ ভিড় জমায়।
ফয়লা গ্রামের রিপন হোসেন জানান, তাঁদের গ্রামের মিশনের কাছের মাঠে ওই গ্রামের সবুজ মাছ ধরার জন্য ধানের খেতের মধ্যে রাতে জাল পেতে রাখে। ভোরের দিকে জাল তুলতে গিয়ে দেখে এ জাতীয় দুটি প্রাণি জালে আটকে আছে। এরমধ্যে একটি মৃত, অন্যটির অবস্থাও খারাপ ছিল। এরপর তারা জীবিতটাকে সুস্থ করতে চেষ্টা চালায়। কিন্তু কিছুক্ষণ পরেই এটিও মারা যায়।