মহেশপুরে ঈদের বাজার জমে উঠেছে
- আপলোড টাইম : ০৪:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / ৭৫৩ বার পড়া হয়েছে
মোমিনুর রহমান মমিন: ঝিনাইদহ মহেশপুর উপজেলার প্রতিটি দোকানে চলছে জমজামাট বেচাকেনার ভীড় তার মধ্যে গার্মেন্টস, জুয়েলার্স, কসমেটিক্স, মোবাইল দোকান, সেন্ডেলের দোকান গুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে। এবার ঈদ উপলক্ষে সবচেয়ে ভিড় দেখা যাচ্ছে মোবাইলের শোরুম গুলোতে। দেশি-বিদেশিসহ বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন সেট কিনছেন ক্রেতারা। সরেজমিনে দেখা যায়, নেপা মোড়ে অবস্থিত মক্কা ইলেকটনিক্সে ঈদ উপলক্ষে মোবাইল ফোনসহ নানান পণ্যের মূল্যছাড় এবং বিভিন্ন পুরস্কারও দেওয়া হচ্ছে। মহেশপুরসহ নেপার মোড় বাকোসপোতা বাজার, জিন্নানগর বাজার, সামন্তা বাজার, ভৈরবা বাজার, খালিশপুর, যাদপপুর বাজার গুলোতেও চলছে ঈদের বেচাঁকেনা। সরেজমিনে মার্কেট গুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এবার ১৫ রমজান থেকে ঈদের কেনাকাটা শুরু হয়েছে।
কয়েকজন দোকান মালিকের সাথে কথা বললে তারা জানান, এবছরে আগে থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়েছে। গত বছরের থেকে এবার বিক্রি অনেক বেড়েছে। এছাড়া ছেলেদের থেকে মেয়েদের বিভিন্ন নামের পোশাক বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে মহেশপুর আলতাফ ষ্টোর, বাকোস পোতা বাজারে মক্কা ইলেকটনিক্স এন্ড মোবাইল জগত, নিউ চঞ্চল সু ষ্টোর, সানজিদা সু ষ্টোর, সুমন কসমেটিক্স, আজমির কসমেটিক্স, ভৈরবা বাজারে রিয়া কসমেটিক্স ঈদ উপলক্ষে সাজিয়ে রেখেছে নানা ধরনের কসমেটিক্স প্রসাধনীসহ নানান পণ্য। এক কসমেটিক্স দোকানের মালিক জানান, চুরিমালা, মেহেদি, নেইল পালিশ, লিপস্টিক, গলার হারসহ রং বে-রঙের কসমেটিক্স ঈদ উপলক্ষে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া, গার্মেন্টস গুলোতে এবার বেশি চলছে মেয়েদের জন্য রাখি বন্ধন লেহেঙ্গা, আবার জুতার দোকানে ইন্ডিয়ান বেল্টের জুতার দিকে ক্রেতাদের চাহিদাটা বেশি। মহেশপুরের আলতাফ ষ্টোর, মনে রেখো শপিং, ইত্যাদি গার্মেন্টস। রেডি ফ্যাশান, শিমুল গার্মেন্টস, ভৈরবা বাজারে রিয়া কসমেটিক্স, জিন্নাহ নগর বাজারে মিম গার্মেন্টস, নেপার মোড় বাকোস পোতা বাজারে ইভা গার্মেন্টস, আশিক গার্মেন্টস, রাজু মিতু গার্মেন্টস, সুমন কসমেটিক্স, আজমির কসমেটিক্সসহ বেশ কয়েকজন দোকান মালিক এই প্রতিবেদককে জানান, অন্য বছরের তুলনাই এই বছর ঈদের বেচাকেনা অনেক ভালো। এছাড়া এবার আগেভাগে বেচাকেনা শুরু হয়েছে। আর ক্রেতারা বলছে এবার নতুন নতুন মডেলের জামা কাপড় পাওয়া যাচ্ছে তার জন্য জীবননগর বা যশোর যাওয়া লাগছে না।