জীবননগর হাসাদহে সময়ের সমীকরণ প্রতিনিধিকে লাঞ্ছিতের ঘটনা : অভিযুক্ত জুম্মাত মন্ডলের ভুল স্বীকার : মুচলেকা দিয়ে নিস্পত্তি
- আপলোড টাইম : ০৪:২৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / ৪৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ’র জীবননগর উপজেলার হাসাদাহ প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদকে লাঞ্ছিত করার ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন হাসাদাহ ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডল। গতকাল শনিবার সকাল ৯ টায় জীবননগর দৈনিক সময়ের সমীকরণ এর অফিসে অভিযুক্ত জুম্মাত আলী মন্ডল, হাসাদাহ গ্রামের মৃত হামিদুল মন্ডলের ছেলে আব্বাস, মগরেব মেম্বরের ছেলে মাসুমসহ তার অনুসারীরা এসে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ও উপস্থিত সাংবাদিক ও সুধীমহলের কাছে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হয় যে, আগামী দিনগুলোতে তারা এই ধরনের অনাকাঙ্খিত কোন অপ্রীতিকর ঘটনা ঘটাবে না। এর প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিরা লিখিত মুচলেকা দিলে ঘটনার নিস্পত্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবু, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ’র সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ, অনলাইন আলোকিত চুয়াডাঙ্গার সম্পাদক প্রকাশক ও প্রতিদিনের নতুন খবর পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান রিপন, দৈনিক মাথাভাঙ্গার হাসাদাহ প্রতিনিধি আল-আমিন, দৈনিক সময়ের সমীকরণ’র জীবননগর শহর প্রতিনিধি শাকিল আহমেদ, অভিযুক্ত ব্যক্তিরাসহ জীবননগর উপজেলার সুধিমহল ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৯মে জীবননগর উপজেলার হাসাদাহ হিন্দু পাড়ার লালু খোড়ার ছেলে শিমুল (২৫) পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার একতার গ্রামের শুকুর আলীর মেয়ে হাসাদাহ মডেল ফাজিল মাদরাসার ৮ম শ্রেণি পড়–য়া ছাত্রী সুমাইয়া খাতুন (১৩) কে ধর্ষনের অপচেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে ঐ দিনই বিকালে হাসাদাহ বাজারে জুম্মাত আলী মন্ডলের নেতৃত্বে সালিশ সভার আহ্বান করা হয়। এমন সময় স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ’র সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে উপরোক্ত ব্যক্তিবর্গ ঐ সাংবাদিককে লাঞ্ছিত করে।