কালীগঞ্জে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৮:১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ৪৭ বার পড়া হয়েছে
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৭ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মহেশপুর উপজেলার যাদবপুর উত্তরপাড়া গ্রামের হাশেম মণ্ডলের পুত্র শফিকুল কালীগঞ্জে নিশ্চিন্তপুর গ্রামে খোকনের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন। গতকাল বুধবার ডিবি পুলিশ মাদক মামলায় তাঁকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ ডিবি পুলিশ মাদকসহ শফিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে। ডিবি পুলিশের একটি টিম কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করেছিল। তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হয়েছে।