ফেসবুক এত দিনে বুঝল!
- আপলোড টাইম : ০৫:৫২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ৪৮৭ বার পড়া হয়েছে
প্রযুক্তি ডেস্ক: জঙ্গিবাদের সমর্থন, সহিংস বা আপত্তিকর কোনো পোস্ট ফেসবুককে সরাতে বললে ফেসবুকের ‘গড়িমসি’ অনেকেই লক্ষ করেছেন। সম্প্রতি অনলাইনে জঙ্গিদের অপপ্রচার ঠেকানোর উদ্যোগ নিয়ে ফেসবুকের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফেসবুকের কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পরপরই ফেসবুকে সন্ত্রাসী কার্যক্রমের কোনো চিহ্ন রাখা হবে না বলে জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। এবারে সে উদ্যোগ বাস্তবায়ন করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত পোস্টগুলোকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটির কর্তৃপক্ষ। এ জন্য আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার ফেসবুকের কর্মকর্তারা ব্লগ পোস্টে বলেছেন, ফেসবুকে সন্ত্রাসীদের কোনো কনটেন্ট থাকলে তা খুঁজে বের করে সরিয়ে ফেলতে পর্যালোচনাকারী কর্মীর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হবে। সন্ত্রাসীদের কোনো পোস্ট যাতে অন্যরা দেখতে না পারে, সে জন্য দ্রুত এ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে শিশু পর্নো ঠেকাতে এ ধরনের প্রযুক্তি ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়েছে। এর আগে ফেসবুকে কোনো কনটেন্ট সরানোর জন্য এ ধরনের প্রযুক্তি ব্যবহারে অনিচ্ছুক ছিল। অধিকাংশ ক্ষেত্রে ব্যবহারকারী আপত্তিজনক উপাদান সম্পর্কে ফেসবুককে জানালে ফেসবুক বিভিন্ন বিবেচনায় তারপর সরানোর ব্যবস্থা করত। কিন্তু এখন ফেসবুকসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দেশের সরকার সন্ত্রাসী প্রচারণা ও জঙ্গি নিয়োগদাতা পরিচয় বের করে দিতে চাপ দিচ্ছে। চলতি মাসের শুরুতেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে অনলাইনে জঙ্গিবাদ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানান। প্রস্তাবিত কিছু পদক্ষেপে বলা হচ্ছে, ফলে অনলাইনভিত্তিক কোম্পানিগুলো তাঁদের সাইটে পোস্টের জন্য আইনত দায়ী থাকবেন। ফেসবুকের পোস্টে বৈশ্বিক নীতিমালা ব্যবস্থাপনা পরিচালক মনিকা বিকার্ট ও কাউন্টার টেররিজম নীতিমালা ব্যবস্থাপক ব্রায়ান ফিশম্যান থেরেসা মের আহ্বানকে নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তবে পোস্টে স্বীকার করা হয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনার পরে অনলাইনে সন্ত্রাসবাদ দমনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে, এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল একটি প্রক্রিয়ার অংশমাত্র। এ প্রযুক্তি এখনো পুরোপুরি আস্থার জায়গায় যেতে পারেনি। তাই এ কাজে মানুষের ওপর নির্ভর করতে হয়। ফেসবুক ১৫০ জন কর্মী সন্ত্রাসবিরোধী কাজের জন্য মূল দায়িত্ব দিয়ে নিয়োগ দিয়েছে। এর মধ্যে কাউন্টার টেররিজম বিশেষজ্ঞ, সাবেক আইনজীবী, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, বিশ্লেষক ও প্রকৌশলী রয়েছেন।