ভাংবাড়িয়া ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ ইফতার মাহফিলে হুইপ ছেলুন
- আপলোড টাইম : ০৫:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ৫২৮ বার পড়া হয়েছে
ভাংবাড়িয়া ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ ইফতার মাহফিলে হুইপ ছেলুন
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বগাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। তাঁর নেতৃত্বে সরকার কৃষি, শিক্ষাসহ সকল ক্ষেত্রেই সফল। দেশ আজ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতে যাচ্ছে। এমনই সময় দেশে কুচক্রীমহল ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তৃণমুলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক গ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। বিএনপি-জামায়াতের এজেন্টরা দলের মধ্যে ঢুকে বিভ্রন্তি ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ^াস, খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মাসুদুজ্জামান লিটু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলীর মাষ্টার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডু, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদের সদস্য রকিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ প্রমূখ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিরানুল ইসলাম বিশ^াস।