আমঝুপিতে মায়ের কোল থেকে শিশু ছিনিয়ে নেওয়ার চেষ্টা
- আপলোড টাইম : ০৫:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ৪৯৭ বার পড়া হয়েছে
আমঝুপিতে মায়ের কোল থেকে শিশু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ
ছেলেধরা দলের হাতে মা আহত : এলাকায় আতঙ্ক
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উজেলার আমঝুপিতে মায়ের কোল থেকে শিশু সন্তানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হয়েছে একদল ছেলেধরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আমঝুপি জোয়ার্দার পাড়ায় মুসলিম হোসেন-এর বাড়িতে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ ঘটনার সময় মুসলিম হোসেন-এর স্ত্রী রিনা খাতুন তার তিন বছরের শিশু কন্যা রাহাকে নিয়ে বসে ছিলেন। হঠাৎ করে তিন জনের একটি ছেলেধরা দল শিশু কন্যা রাহাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এ সময় শিশুর মায়ের সাথে ছেলেধরা দলের ধস্তাধস্তির এক পর্যায়ে ছেলেধরা দল শিশুর মাকে লোহার রড দিয়ে আঘাত করে। ওই সময় শিশুর মা রিনা খাতুনের চিৎকারে এলাকাবাসীকে ছুটে আসতে দেখে তারা পালিয়ে যায়। এ সময় রিনা খাতুনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে মেহেরপুর শহরসহ আশ-পাশের গ্রামগুলোতে ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে।