ছয়ঘরিয়ার সন্ত্রাসী সাইদুর গ্রেফতার
- আপলোড টাইম : ০৫:২৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ৩৩০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা হিজলগাড়ী ক্যাম্প পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে
ছয়ঘরিয়ার সন্ত্রাসী সাইদুর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের ছয়ঘরিয়া গ্রামের চিহিৃত সন্ত্রাসী একাধিক হত্যা, চাঁদাবাজি, ছিনতাই মামলার আসামী সাইদুরকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সাইদুরকে থানায় সোর্পদ করেছে, সহযোগীদের ধরতে অব্যাহত রয়েছে পুলিশি অভিযান। জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বসতি পাড়ার রবিউলের ছেলে শিপনের বাড়ীতে। এসময় এলাকার চিহিৃত সন্ত্রাসী একাধিক হত্যা, চাঁদাবাজি, ছিনতাই মামলার আসামী ছয়ঘরিয়া গ্রামের ছাত্তারের ছেলে সাইদুরকে আটক করে পুলিশ। সাইদুর বিএনপি নেতা সিরাজ মেম্বর হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাইদুর দীর্ঘদিন হাজতবাস শেষে জামিনে মুক্ত হয়ে বেশ কিছুদিন থেকে এলাকায় গ্যাং গ্রুপ তৈরী করে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গতকাল তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরন করা হয়। আজ তাকে আদালতে সোর্পদ করা হবে। অন্যদিকে সাইদুরের সহযোগি ও তার আশ্রয়দাতাদের গ্রেফতারের জন্য ইতোমধ্যেই অভিযান শুরু করেছে বলে পুলিশ জানায়।