দামুড়হুদার গোপালপুর-ভগিরাতপুর রাস্তাটি চলাচলের অযোগ্য কলাবাড়ীর রাস্তাটি পূণঃসংস্কারের দাবী
- আপলোড টাইম : ০৫:২৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ৪২৮ বার পড়া হয়েছে
রোকনুজ্জামান রোকন: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর-ভগিরাতপুর রাস্তাটির বেহাল দশা। আলমডাঙ্গার ভালাইপুর মোড় থেকে শুরু করে আটকবর পর্যন্ত এই দীর্ঘ রাস্তাটিতে প্রতিদিন হাজারো পথচারীর যাতায়াত। এই রাস্তার দিয়ে তিন ইউনিয়নের মানুষের যাতায়াত। সরেজমিনে দেখা যায়, অল্প একটু বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। লক্ষীপুর থেকে ভগিরাতপুর রাস্তার গা ঘেষে বয়ে গেছে দলকা বিল। এই রাস্তায় কোন গাইডওয়াল না থাকায় ভারী বর্ষনে রাস্তার মাটি ধুয়ে বিলে চলে যাওয়ায় অনেক জায়গায় ধসে পড়ছে রাস্তা। যে কারনে প্রায়শঃই ঘটছে দুর্ঘটনা। গোপালপুর গ্রামের উত্তরপাড়া স্কুলের সামনের কালভার্টটির মাঝামাঝি ধসে যাওয়ায় এর অবস্থাও বেহাল। তাই বড় কোন দুর্ঘটনার আগেই যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসি। অন্যদিকে দামুড়হুদা জুড়ানপুর ইউনিয়নের রামনগর, কলাবাড়ীসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় প্রায় জায়গাতে অল্প বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। রাস্তার পাশে জমে থাকা পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সংস্কারের কয়েক মাসের মধ্যে বেহাল দশা হয়েছে এই রাস্তাটিরও। তাই এই অঞ্চলের হাজার হাজার মানুষের প্রতিদিনে যাতায়াত নির্বিঘœ করতে এবং দুর্ঘটনা এড়াতে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসি।