হারদী ও কুমারী আওয়ামী লীগের যৌথ ইফতার মাহফিলে হুইপ ছেলুন : উন্নয়ন বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত
- আপলোড টাইম : ০৪:১৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭
- / ৩৪৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী মীর সামসুদ্দীন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে হারদী ও কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার পূর্বক জনসভায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই আলমডাঙ্গা উপজেলায় দীর্ঘ ৪০ বছরে যা হয়নি, আমি নির্বাচিত হবার পর থেকেই অত্র এলাকার জনগণকে সাথে নিয়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ করেছে। এছাড়াও সারাদেশের ৩৪হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছে। যা ইতিপূর্বে কোন সরকার করেনি। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিনত করতে চাচ্ছে। জনগণ তা কখনও মেনে নেবেনা।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশাদুল হক বিশ^াস, খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মাসুদুজ্জামান লিটু, এড. আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডু। আরও উপস্থিত ছিলেন মজিবর রহমান, সাজেদুল হক মুনি, আইনাল হক, রানা উদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল হামিদ, জিনারুল হক বিশ^াস. ওমর খৈয়াম, রুহুল আমিন, রেজাউল হক, মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার।