দর্শনায় মাদকের মিথ্যা মামলায় ব্যবসায়ী উষাকে আটকের প্রতিবাদে : সংবাদ সম্মেলন: আজ ব্যবসায়ীদের মানববন্ধন
- আপলোড টাইম : ০৪:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭
- / ৩৮৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীকে ষড়যন্ত্র মূলকভাবে আটক ও মিথ্যা মামলার অভিযোগ তোলে তার প্রতিবাদে আটক উষার পরিবারের পক্ষ থেকে দর্শনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আটক উষার মামা মোহাম্মদ মতিয়ার রহমান প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি মো: মতিয়ার রহমান পিতা: মৃত আব্দুল খালেক, গ্রাম-দামুড়হুদা পুরাতন বাজার, থানা- দামুড়হুদা, জেলা চুয়াডাঙ্গা। গত ৯ই জুন শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাদা পোশাকধারী একটি দল আব্দুল্লাহ আল মামুনের জেনারেটরের সামনে এসে জানতে চায় আব্দুল্লাহ ওরফে উষা কে? তখন উষা বলে আমিই উষা। এসময় উষা কিছু বুঝে ওঠার আগেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনে উষা ও তার কর্মচারী রিপনের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দেয় এবং জেনারেটর ঘরে তল্লাশী চালায়। জেনারেটর ঘরে কোন স্থানে এবং উষা, রিমনের কাছে কোন মালামাল না পেয়ে অভিযানী সদস্যদের মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তির নিকট মোবাইল নাম্বারে ফোন করে এবং মোবাইলে জানতে চায় মাল কোথায় আছে। এরপরই জেনারেটর ঘরের ৫০ গজ দুরের জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বাজার করা ব্যাগ উদ্ধার করে। উক্ত ব্যাগ উদ্ধারের পর অভিযানের সদস্যরা জানায়, বাজার করা ব্যাগের মধ্যে ২কেজি ৩শ ৫০ গ্রাম হেরোইন পলিথিনের ব্যাগের মধ্যে পাওয়া গেছে। তখন হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় আমার ভাগ্নে উষা ও রিমন ছিলো। তার পরই আমার ভাগ্নে ঊষা ও রিমনকে নিয়ে যেতে চাই। তখন বাসষ্ট্যান্ডের ব্যবসায়ীদের চাপাচাপিতে রিমনকে ছেড়ে দিয়ে উষাকে নিয়ে চলে যায়। পরে আমরা জানতে পারি উষার বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দায়ের করা হয়েছে। তাই সাংবাদিক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আপনাদের মাধ্যমে আমার ভাগ্নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তর কর্তৃক হেরোইন দিয়ে যে মিথ্যা মামলা দিয়েছে, তা থেকে নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে বিষয়টি বিভাগী তদন্তের জন্য আবেদন করেন সংবাদ সম্মেলনে। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দর্শনা বাসষ্ট্যান্ডের জেনারেটর ব্যবসায়ী উষাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার ও মিথ্যা মামলার দেওয়ার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে আজ সকাল ১০টায় দর্শনা বাসষ্ট্যান্ড দোকান মালিক সমিতির পক্ষ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানানো হয়। এবং সেই সাথে সকল ব্যবসায়ীর অংশগ্রহনে সকাল ১০টায় মানববন্ধন করা হবে বলে সাংবাদিকদের জানান দর্শনা বাসষ্ট্যান্ড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সান্টু।