মেহেরপুরে জেলা ইনোভেশন বাস্তবায়ন সভা অনুষ্ঠিত খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ সমস্যা সমাধান ও কল্যাণে জেলা প্রশাসনকে কাজ করতে হবে
- আপলোড টাইম : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
- / ৫১৫ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস ঃ জেলার কৃষি, প্রাণি সম্পদ,মৎস্য সম্পদ, রাস্তাঘাট উন্নয়ন সহ আধুনিক প্রযুক্তি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশের উন্নয়ণে আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই। মানুষের চাহিদা, সমস্যা সমাধান ও কল্যাণে জেলা প্রশাসনকে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা ইনোভেশন বাস্তবায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খায়রুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক হেমায়েত হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মঈনুল হাসান. মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েতউদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো সহ জেলার উর্দ্ধতন সরকারী কর্মকর্তারা।
ছবি-৩ ঃ বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।