জেলা ছাত্রলীগের নবঘোষিত সম্পাদক ও যুগ্ম সম্পাদকের চুয়াডাঙ্গায় আগমন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
- আপলোড টাইম : ০৫:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
- / ৪৮২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নব ঘোষিত কমিটির সাধারন সম্পাদক মো. জানিফ ও যুগ্ম সাধারন সম্পাদক জাকির হুসাইন জ্যাকির ঢাকা সফর শেষে চুয়াডাঙ্গায় ফিরেছে। তাদের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিশাল গাড়ি বহর নিয়ে জেলার প্রবেশদ্বার দশমাইল বাজার হতে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। গাড়ি বহর নিয়ে দশমাইল বাজার থেকে সরোজগঞ্জ, ডিঙ্গেদহ, জাফরপুর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফির পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন নব ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. জানিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি। এছাড়াও তারা জেলা কমিটিতে সাধারন সম্পাদক ও যুগ্ম সাধারন সম্পাদক পদে তাদের মনোনিত করায় তাদের বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস.এম.জাকির হুসাইন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’র বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সামী তাপু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এমদাদুল হক সজল, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার শামিমসহ জেলা ছাত্রলীগ, উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম।