চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল বাংলাদেশ-পাকিস্তান নাকি ভারত-পাকিস্তান?
- আপলোড টাইম : ০৫:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
- / ৪৭৪ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: ইংল্যান্ডের কন্ডিশনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মতো দলগুলোই বেশি ফায়দা পাবে, এমনটাই মনে করা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুরোই ভিন্ন চিত্র। ইংল্যান্ডে দাপট দেখাচ্ছে উপমহাদেশের দলগুলো। সেমিফাইনালের টিকেট পাওয়া চারটি দলের তিনটিই ছিল উপমহাদেশের। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। অপর দলটি ছিল ইংল্যান্ড। আজ তাদের নামটাও মুছে গেল শিরোপা জয়ের লড়াই থেকে। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এখন শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুখোমুখি হবে কে? দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান? নাকি বাংলাদেশ-পাকিস্তান? উত্তরটা জানার জন্য অপেক্ষা করতে হবে আজ বাংলাদেশ-ভারত ম্যাচটি পর্যন্ত। এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিকেটের উদীয়মান পরাশক্তি বাংলাদেশ ও গতবারের শিরোপাজয়ী ভারত। জয়ী দল খেলবে পাকিস্তানের বিপক্ষে। শেষপর্যন্ত শিরোপাজয়ের অন্তিম লড়াই যাদের মধ্যেই হোক, সেটা যে একটা জমজমাট উপমহাদেশীয় ক্রিকেট যুদ্ধই হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবারের আগে নিজেদের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির দুটি আসরেই ইংল্যান্ড গিয়েছিল ফাইনাল পর্যন্ত। এবারও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতেই নিজেদের ফেভারিট তকমাটা পাকাপোক্ত করেছিলেন মরগান-রুটরা। কিন্তু আজ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে অসহায় আত্মসমর্পণই করতে হলো স্বাগতিকদের। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে পাকিস্তান ম্যাচটি জিতে নিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের শেষ পর্যায়ে যেন পাওয়া যাচ্ছে এশিয়া কাপের আমেজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান গ্রুপ পর্বেও একবার মুখোমুখি হয়েছিল। নিজেদের প্রথম ম্যাচেই ভারত ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানকে। ফাইনালে আবারও দেখা যেতে পারে আরেকটি উত্তেজনাপূর্ণ পাক-ভারত লড়াই। তবে সেজন্য আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে জিততে হবে বাংলাদেশের বিপক্ষে। সেই কাজটা যে খুব একটা সহজ হবে না, সেটা স্বীকারই করে নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, সেটা দেখে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার বোকামি কেউই করতে রাজি নন। সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার সামর্থ্য যে ভালোমতোই আছে, সেটা দারুণভাবেই প্রমাণ করেছেন মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহরা। সেক্ষেত্রে ক্রিকেটবিশ্ব উপভোগ করতে পারবে বাংলাদেশ-পাকিস্তানের জমজমাট লড়াই। শেষপর্যন্ত যা-ই হোক, সেটা হবে এশিয়ান ব্যাপার স্যাপার।