ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ফাঁড়ি পুলিশের অভিযানে গ্রেফতার-৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • / ৪৪৫ বার পড়া হয়েছে

19198389_474809129518185_781132388_nনিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে জিআর-২৬/১৫ ও সিআর- ১৫২/১৩ মামলার ৫জন ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক হয়েছে। গতকাল রাতে বিভিন্ন সময়ে শহরের পৃথক স্থান হতে তাদের আটক করে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন।
পুলিশ জানায়, পৌর শহরের ইসলাম পাড়ার ভাগ্যবানের ছেলে রতন আলী (৩০), মন্টু মিয়ার ছেলে রিপন আলী (২৮), নূরালের ছেলে আহাদুল (৪৫) ও গোলাম সরোওয়ারের ছেলে মহিরুদ্দিন (৪৫) কে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় আটক করা হয়। এছাড়াও সিআর মামলার সাতগাড়ীর বাহাদুরের ছেলে তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ফাঁড়ি পুলিশের অভিযানে গ্রেফতার-৫

আপলোড টাইম : ০৫:৩৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭

19198389_474809129518185_781132388_nনিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে জিআর-২৬/১৫ ও সিআর- ১৫২/১৩ মামলার ৫জন ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক হয়েছে। গতকাল রাতে বিভিন্ন সময়ে শহরের পৃথক স্থান হতে তাদের আটক করে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন।
পুলিশ জানায়, পৌর শহরের ইসলাম পাড়ার ভাগ্যবানের ছেলে রতন আলী (৩০), মন্টু মিয়ার ছেলে রিপন আলী (২৮), নূরালের ছেলে আহাদুল (৪৫) ও গোলাম সরোওয়ারের ছেলে মহিরুদ্দিন (৪৫) কে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় আটক করা হয়। এছাড়াও সিআর মামলার সাতগাড়ীর বাহাদুরের ছেলে তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।