ইপেপার । আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

এসএসসি এইচএসসি পরীক্ষা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১৭০ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
করোনার কারণে আটকে থাকা ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অবশেষে মুক্তির ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ওই দুটি পাবলিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সময়সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর। সোমবার শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী এসএসসির বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। বাণিজ্য শাখার পরীক্ষাগুলো চলবে দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। পরীক্ষার প্রথম দিন বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞানের পরীক্ষা হবে। মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর। মাত্র তিনটি বিষয়ের এসএসসির এ পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। পরীক্ষা উপলক্ষে ১৩ দফা নির্দেশনা জারি হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এতে বলা হয়েছে- কভিড মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। এইচএসসিতে ২ ডিসেম্বর পরীক্ষার প্রথম দিনে বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে। ৫ ডিসেম্বর মানবিকে যুক্তিবিদ্যা প্রথম পত্র ও বাণিজ্য শাখার হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শুরু হবে। ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব পরীক্ষা চলবে। এইচএসসি পরীক্ষা উপলক্ষে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে- কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে। করোনাভাইরাসের কারণে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। পরে জেএসসি ও এসএসসির ফলের গড় মূল্যায়ন করে পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট প্রাপ্তির সুবিধা দেওয়া হয়। এ বছর নির্দিষ্ট সময়ের কয়েক মাস পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন করা হলেও বাংলা ইংরেজি ও অঙ্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার আওতায় থাকছে না। বাস্তবতার নিরিখে সবাইকে মেনে নিতে হচ্ছে এ সীমাবদ্ধতা। আমরা আশা করব পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

এসএসসি এইচএসসি পরীক্ষা

আপলোড টাইম : ০৮:২১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
করোনার কারণে আটকে থাকা ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অবশেষে মুক্তির ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ওই দুটি পাবলিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সময়সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর। সোমবার শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী এসএসসির বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। বাণিজ্য শাখার পরীক্ষাগুলো চলবে দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। পরীক্ষার প্রথম দিন বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞানের পরীক্ষা হবে। মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর। মাত্র তিনটি বিষয়ের এসএসসির এ পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। পরীক্ষা উপলক্ষে ১৩ দফা নির্দেশনা জারি হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এতে বলা হয়েছে- কভিড মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। এইচএসসিতে ২ ডিসেম্বর পরীক্ষার প্রথম দিনে বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে। ৫ ডিসেম্বর মানবিকে যুক্তিবিদ্যা প্রথম পত্র ও বাণিজ্য শাখার হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শুরু হবে। ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব পরীক্ষা চলবে। এইচএসসি পরীক্ষা উপলক্ষে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে- কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে। করোনাভাইরাসের কারণে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। পরে জেএসসি ও এসএসসির ফলের গড় মূল্যায়ন করে পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট প্রাপ্তির সুবিধা দেওয়া হয়। এ বছর নির্দিষ্ট সময়ের কয়েক মাস পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন করা হলেও বাংলা ইংরেজি ও অঙ্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার আওতায় থাকছে না। বাস্তবতার নিরিখে সবাইকে মেনে নিতে হচ্ছে এ সীমাবদ্ধতা। আমরা আশা করব পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলা হবে।