চুয়াডাঙ্গা জেলা পরিষদের ইফতার মাহফিলে বিশিষ্ট জনেরা
- আপলোড টাইম : ০৫:৩০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
- / ৪০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকনের আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.বি.এম মাহমুদুল হক, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা বিএনপি’র আহ্বায়ক অহিদুল বিশ্বাস, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান। ইফতার মাহফিল পূর্বক দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতী মো. রুহুল আমিন।