চুয়াডাঙ্গা জেলা স্কাউটস’র নির্বাহী কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন স্কাউটস সদস্য বৃদ্ধিতে সকলকে সচেষ্ট হতে হবে
- আপলোড টাইম : ০৫:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
- / ৩৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বর্তমানে স্কাউটস সদস্যের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আগামী ২০২১ সালের মধ্যে ২১ লক্ষ স্কাউটস সদস্য অর্ন্তভূক্তির কাজে সকলকে সচেষ্ট হতে হবে। সাথে সাথে তাদেরকে দক্ষ করে তুলতে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গতকাল বুধবার জেলা স্কাউটস’র ৬০তম নির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস’র সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) মনোয়ার আহম্মেদ মিন্টু, সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা স্কাউটস’র সম্পাদক আব্দুল হান্নান, কমিশনার শাহনেওয়াজ ফারুকসহ জেলা স্কাউটস’র নির্বাহী কমিটির সকল সদস্য, কর্মকর্তা ও স্কাউটসরা।
বাংলাদেশ স্কাউটস’র প্রশিক্ষণ বিভাগের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে সদ্য ভুটান সফরকারী আঞ্চলিক স্কাউট’র উপ-কমিশনার (প্রোগ্রাম) মনোয়ার আহম্মেদ মিন্টু ও থাইল্যান্ড সফরকারী সহকারী লিডার ট্রেনার কামরুন্নাহারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক ও জেলা স্কাউটস’র সভাপতি জিয়াউদ্দীন আহমেদ।