আলমডাঙ্গা পুলিশের অভিযানে আটক ৬
- আপলোড টাইম : ০৫:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
- / ৭১৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে মারামারি মামলার আসামী রমজান আলীর ছেলে কাতব আলী ও নারী নির্যাতন মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মৃত জোয়াদ আলীর ছেলে আজিবারকে আটক করে। এ ছাড়াও গতকাল বেলা ১২টার দিকে এএসআই হুমায়ন অভিযান চালিয়ে মহিলা কলেজ সড়ক থেকে ২০ পুরিয়া গাঁজাসহ চুয়াডাঙ্গা ফার্মপাড়ার আলমগীর হোসেনের স্ত্রী হাসিনা খাতুন, রোয়াকুলি গ্রামের আফজাল হোসেনের ছেলে সলিহীম, একই গ্রামের দাউদ হোসেনের ছেলে মিনারুল ইসলাম, উপজেলা শ্রীনগর গ্রামের ইছাহক আলীর ছেলে রাজন ও একই গ্রামের তাইজেল হোসেনের ছেলে নজরুল ইসলাম, গাংনী উপজেলার এলেঙ্গী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মেন্টুকে আটক করা হয়। মেন্টু একটি চুরি মামলার আসামী। তাছাড়া চিলাভালকী গ্রামের আব্দুল জলিলের ছেলে বুলুকেও আটক করে পুলিশ। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।