বৃষ্টি হলে কী হতে পারে পাকিস্তান-ইংল্যান্ড : বাংলাদেশ-ভারত ম্যাচে?
- আপলোড টাইম : ০৫:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ৩৯৮ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: বার্মিংহামে পৌঁছে অনুশীলন করেনি বাংলাদেশ ক্রিকেট দল। তাই বলে তাদের বিশ্রামেরও সুযোগ নেই। বড় চ্যালেঞ্জ সামনে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ম্যাচ আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল। কাল এজবাস্টনে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় বার্মিংহামে অনুশীলন শুরু করে তারা। তবে অনুশীলনে যোগ দেয়নি দলের সবাই। আগামীকাল বৃহস্পতিবার এজবাস্টনে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবেন মাশরাফি মুর্তজারা। গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। প্রায় হারতে বসা ম্যাচ থেকে ওই এক পয়েন্টই বাংলাদেশের সেমিফাইনালের ওঠার পথ সুগম করে দেয়। কিন্তু এবার সেমিফাইনালে নিশ্চয়ই বৃষ্টি চাইবে না বাংলাদেশ দল। কারণ বৃষ্টি সর্বনাশ ডেকে আনতে পারে। যেখানে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে কথার লড়াই শুরু হয়ে গেছে, সেখানে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে আফসোসই করতে হবে টাইগারদের। বৃষ্টির জন্য খেলা যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে যাবে ভারতই। গ্রুপ থেকে বাংলাদেশের তুলনায় বেশি পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। বিরাট কোহলির দলের রানরেট +১.৩৭০। অন্যদিকে গ্রুপ এ-তে তিন ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ তিন পয়েন্ট। রানরেট +০.০০০। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট বেশি থাকার সুবিধা পেতে পারে ভারত। বার্মিংহামে বৃষ্টিতে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ ভেসে গিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচে বিঘœ ঘটায় বৃষ্টি। আবহাওয়া অফিস বৃহস্পতিবারও বার্মিংহামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফাইনাল ছাড়া এ টুর্নামেন্টে কোনো রিজার্ভ-ডে নেই। ফলে কম পয়েন্ট নিয়ে সেমিতে ওঠা দলগুলো ভয়ে থাকবে। বাংলাদেশ দল এখনও বৃষ্টি নিয়ে ভাবছে না। তাদের ভাবনায় শুধু সেমিফাইনাল।
এদিকে আজ বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। সোমবার শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে সেমির টিকিট পায় পাকিস্তান। ওই ম্যাচও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে ইংল্যান্ড চলে যাবে ফাইনালে। কারণ তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে উঠেছে।