ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ঝিনাইদহ বিআরটিএ অফিসে জেলা প্রশাসকের অভিযান : দালাল ফজলু আটক : জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
  • / ৪৪২ বার পড়া হয়েছে

OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ফজলুল হক নামের এক দালালকে আটক করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন এ অভিযান চালায়। আদালত সুত্রে জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে হাতে নাতে দালাল ফজলুল হক নামে এক দালালকে আটক করে। পরে আদালত বসিয়ে পেনাল কোড অনুযায়ী ৫’শ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম। অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া, নুর নাহার বেগম, জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। পুলিশ জানায় ফজলু দালাল দীর্ঘদিন ধরে ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালের কাজ করে আসছে। তার বিরুদ্ধে প্রতারণা ও বিনা অনুমতিতে অফিসের ফাইল ঘাটাঘাটির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসক জাকির হোসেন যোগদানের পরেই অভিযান চালিয়ে ওই অফিস থেকে আরেক দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড প্রদাণ করেন। জেলা প্রশাসকের এই অভিযানে দালালরা আতঙ্কে রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহ বিআরটিএ অফিসে জেলা প্রশাসকের অভিযান : দালাল ফজলু আটক : জরিমানা

আপলোড টাইম : ০৫:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ফজলুল হক নামের এক দালালকে আটক করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন এ অভিযান চালায়। আদালত সুত্রে জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে হাতে নাতে দালাল ফজলুল হক নামে এক দালালকে আটক করে। পরে আদালত বসিয়ে পেনাল কোড অনুযায়ী ৫’শ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম। অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া, নুর নাহার বেগম, জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। পুলিশ জানায় ফজলু দালাল দীর্ঘদিন ধরে ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালের কাজ করে আসছে। তার বিরুদ্ধে প্রতারণা ও বিনা অনুমতিতে অফিসের ফাইল ঘাটাঘাটির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসক জাকির হোসেন যোগদানের পরেই অভিযান চালিয়ে ওই অফিস থেকে আরেক দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড প্রদাণ করেন। জেলা প্রশাসকের এই অভিযানে দালালরা আতঙ্কে রয়েছে।