সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মূর্তি পূণঃস্থাপনের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে : ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপলোড টাইম : ০৫:০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ৪৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গ্রীকমূর্তি পুণঃস্থাপনের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় শহীদ হাসান চত্বর থেকে ইসলামী আন্দোলন, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। পরে পায়রা চত্বরের আইল্যান্ডে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সেক্রেটারি ডা. মো জিনারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো: মাসুমবিল্লাহ, অর্থ সম্পাদক মাও: সাইদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম ফয়সাল প্রমূখ। বক্তরা বলেন, গ্রীক দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে আবার ভবনের সামনে পূণঃস্থাপন করে বাংলার মসুলমানদের বোকা বানাতে চায়। বাংলার মানুষ কোন ভাস্কর্য দেখতে চায় না, বাংলার মানুষ মসজিদের মিনার দেখতে চায়। তাই ভাস্কর্য সরিয়ে মিনার নির্মানের দাবী জানান তারা। বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কুরুচীপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানিয়ে সুলতানা কামালের ফাঁসির দাবি করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, গ্রীক দেবীর মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা এই বিক্ষোভ মিছিল বের করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম-এর নেতৃত্বে মেহেরপুর শহরের কোর্ট মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ড-এর চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলদেশ’র কেন্দ্রীয় সহ-মহাসচিব আব্দুল কাদের, মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন’র সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য রুহুল আমিন, মুফতি মাসুদুর রহমান প্রমূখ।