অভিনব কৌশলে মাদক পাচার : গাংনীর কাজিপুর ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৫:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ৪৪৩ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে ৪০০ বোতল ফেনসিডিলসহ রকিবুল হোসেন (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদকব্যবসায়ী রকিবুল হোসেন কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহ’র ইউনুস আলীর ছেলে। পুলিশ সুত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় মাদকব্যবসায়ী রকিবুল হোসেন পাওয়ার ট্রিলারের পাটাতনের নিচে কৌশলে ট্রে তৈরী করে ঐ ট্রে’র মধ্যে মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী বাজারে তাকে আটক করে। এ সময় পাওয়ার ট্রিলার তল্লাশী করে এর পাতাটনের নীচ থেকে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন রকিবুল পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। তার নামে কুষ্টিয়া ও মেহেরপুরে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।