গাংনী-হাটবোয়ালিয়া সড়কে মোটরসাইকেল ও লেগুনার : মুখোমুখী সংঘর্ষে আহত-৪ : রাজশাহী রেফার্ড-১
- আপলোড টাইম : ০৫:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ৩৯২ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর বটতলা মোড় নামক স্থানে মোটরসাইকেল আরোহীর সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে মোটরসাইকেল চালককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হলেও উন্নত চিকিৎসার্থে নেওয়া হয়েছে ঢাকায় ও লেগুনার যাত্রী গাংনীর লাইসিয়ামের শিক্ষক আবুল কাশেম অনুরাগীর ভাইকে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। আহতরা হচ্ছেন, মোটরসাইকেল চালক জুগীরগোঁফা গ্রামের মৃত আজিজুল হক বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর (৭০), লেগুনার যাত্রী গাংনীর লাইসিয়ামের শিক্ষক আবুল কাশেম অনুরাগীর ভাই চুয়াডাঙ্গা জেলার রওশন জামাল (৩০) ও তার বোন রুবিনা খাতুন (৩২), রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গলের বাবা বাথানপাড়া গ্রামের মতলেব হোসেন (৬৫)। গতকাল মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর লেগুনা (যার নং-ঢাকা-ছ-১১-০০৩৮) এর চালক রাস্তার ডান দিকে বাঁক নিয়ে মুখোমুখি আঘাত করে। এতে বিকট শব্দে রাস্তার উল্টো পাশে মোটরসাইকেল চালক আবু জাফর ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা আহত আবু জাফরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আবু জাফরের অবস্থার অবনতির কারণে তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হলেও আরো উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আহত রওশন জামালের হাত ভেঙ্গে যাওয়ায় এবং মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকেও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠানো এবং চালককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন। সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লেগুনা জব্দ এবং লেগুনা চালক হিন্দা গ্রামের আব্দুল হামিদের ছেলে আকতার হোসেনকে আটক করে থানায় নেয়া হয়েছে।