শিরোনাম:
চুয়াডাঙ্গা বিজিবি-৬’র অভিযানে ফেন্সিডিল ও গরুসহ বিভিন্ন দ্রব্যাদি আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৫৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ৪১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিজিবি-৬ গতকাল রাত ১টা থেকে রাত ৪টার মধ্যে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিল, ০১ টি গরু, ২৮ টি শাড়ী, ২২টি থ্রী-পিচ, ০৪ টি ফ্রক, ১৬ টি ওড়না, ০৮ টি পাঞ্জাবী, ১০ টি ব্লাউজ, ০৫ টি জিন্স প্যান্ট, ০২ টি শার্ট পিস, ০৭ কেজি মসলা, ০৪ কার্টুন ডেইরি মিল্ক, ০১ কার্টুন কিটক্যাট চকলেট, ০৩ টি হরলিক্স এবং ৮৩ টি বিভিন্ন প্রকার কসমেটিক আটক করে। যার আনুমানিক মূল্য ৪,১৯,৩০০/-(চার লক্ষ উনিশ হাজার তিনশত) টাকা বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটককৃত ফেন্সিডিল, শাড়ী, থ্রী-পিস, ফ্রক, ওড়না, পাঞ্জাবী, ব্লাউজ, জিন্স প্যান্ট, শার্ট পিস, মসলা, ডেইরি মিল্ক, কিটক্যাট চকলেট, হরলিক্স এবং বিভিন্ন প্রকার কসমেটিক কাস্টমস্/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
ট্যাগ :