শিরোনাম:
পাহাড়ধসে প্রাণহানিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ৩৭২ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক দুই বার্তায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড়ধসে ছয় সেনা সদস্যসহ ১২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
ট্যাগ :