ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা রেলপাড়ায় বিরল প্রজাতির মাছ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • / ৪৩২ বার পড়া হয়েছে

19114717_489391728060837_1910953050_n

শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা রেলপাড়ায় একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। মাছটিকে দেখতে এলাকায় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। রেলপাড়া আলিয়া মাদ্রাসার পেছনের বড় পুকুরে গতকাল সোমবার সকাল ৭টায় লিজ গ্রহীতা শেখ আল আমিন মাছ ধরতে গেলে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। মাছটি দেখতে খুব অদ্ভুত হলেও বেশ সুন্দর। লাল রংয়ের মাছটির চোখ দুটি অন্যান্য মাছের তুলনায় ভিন্ন। মুখমন্ডল স্বাভাবিক মাছের মুখের চেয়ে একটু নিচে এবং গোলাকৃতির। মাছটির গায়ে ৬টি পাখনা রয়েছে। মাছ সংগ্রহকারী আল মামুন মাছটি সুন্দর ও বিরল প্রজাতির হওয়ায় এটি রান্না না করে সৌন্দর্য্য বর্ধনে পানিতে রেখে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিরল প্রজাতির মাছটি দেখতে রেলবাজার এলাকায় উৎসুক জনতার সমাগম চোখে পড়ার মতো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা রেলপাড়ায় বিরল প্রজাতির মাছ

আপলোড টাইম : ০৫:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭

19114717_489391728060837_1910953050_n

শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা রেলপাড়ায় একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। মাছটিকে দেখতে এলাকায় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। রেলপাড়া আলিয়া মাদ্রাসার পেছনের বড় পুকুরে গতকাল সোমবার সকাল ৭টায় লিজ গ্রহীতা শেখ আল আমিন মাছ ধরতে গেলে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। মাছটি দেখতে খুব অদ্ভুত হলেও বেশ সুন্দর। লাল রংয়ের মাছটির চোখ দুটি অন্যান্য মাছের তুলনায় ভিন্ন। মুখমন্ডল স্বাভাবিক মাছের মুখের চেয়ে একটু নিচে এবং গোলাকৃতির। মাছটির গায়ে ৬টি পাখনা রয়েছে। মাছ সংগ্রহকারী আল মামুন মাছটি সুন্দর ও বিরল প্রজাতির হওয়ায় এটি রান্না না করে সৌন্দর্য্য বর্ধনে পানিতে রেখে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিরল প্রজাতির মাছটি দেখতে রেলবাজার এলাকায় উৎসুক জনতার সমাগম চোখে পড়ার মতো।