চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের ইফতার মাহফিল : হুইপ ও ডিসিসহ বিশিষ্ট জনদের অংশগ্রহন
- আপলোড টাইম : ০৬:৩৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
- / ৪২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সামাজিক ও ঋণদানকারী সংস্থা আত্মবিশ্বাস জেলার বিশিষ্ট জনদের সম্মানে ইফতার মাহফিল করেছে। আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক জোয়ার্দ্দারের আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।