মেহেরপুরের আইন শৃংখলাসহ বিভিন্ন বিষয়ক কমিটির সভা
- আপলোড টাইম : ০৬:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
- / ৩৩৫ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা, চোরাচালান প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে সভা গুলো অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সাধারণ সম্পাদক এম.এ.খালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রমূখ।