দর্শনার সুলতানপুর ও ঠাকুরপুর : সীমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার
- আপলোড টাইম : ০৪:৪৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
- / ৪৬৩ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর ও ঠাকুরপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৫৫ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল মদ উদ্ধার করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবি। গতকাল ভোর রাতের দিকে পৃথক দুটি অভিযান চালিয়ে এসমস্ত মাদকদ্রব্য উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক মো: রাশিদুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ভোর সাড়ে ৩ টার দিকে চোরাচালান বিরোধী অভিযান চালান সীমান্তবর্তী সুলতানপুর মাঠ নামক স্থানে। এসময় পরিত্যক্ত অবস্থায় ২৫৫ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল ভারতীয় উন্নতমানের মদ উদ্ধার করে। এছাড়া ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভোররাতে অভিযান চালিয়ে ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ২২ বোতল মদ উদ্ধার করে।