দর্শনার অদুরে মাথাভাঙ্গা নদীর পাড়ের মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট যথাযত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
- আপলোড টাইম : ০৫:৫০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
- / ৪০২ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনার অদুরে মাথাভাঙ্গা নদীর পাড়ের মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। দেখার কেউ নেয়। এভাবে নদীর পাড়ের মাটি কেটে ইট তৈরি করলে ভরা বর্ষার মৌসুমে নদীর তীরের চাষের জমি ভেঙ্গে নদীর গর্ভে তলিয়ে যাবে। ফলে যেমন নদীতে পলি জমে নদীর চলমান স্্েরাতকে বাধাগ্রস্থ করবে আবার অনেক চাষের জমি ভেঙ্গে কৃষককুল ক্ষতিগ্রস্থ হবে বলে এলাকাবাসীর ধারনা।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মজিবনগর সড়কে কুড়–লগাছী ইউনিয়নের রুদ্রনগর মাঠের ভিতর অবস্থিত মুন ইট ভাটা। এই ইট ভাটা মালিক লিটন বিগতদিনে বাইরে থেকে মাটি এনে ইট তৈরি করলেও বেশ কিছুদিন ধরে এলাকাবাসী লক্ষ করছে ভাটা সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড়ের মাটি কেটে রাস্তার পাশে গাদা মেরেছে। সুযোগ সন্ধানী এ ভাটা মালিক দর্শনা ইশ্বরচন্দ্রপুর গ্রামের লিটন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মাথাভাঙ্গা নদীর প্রায় দুই একর পাড়ের মাটি কেটে ইট তৈরির কাজে ব্যাবহার করছে। পাশের জমির মালিকরা বলেন নদীর পাড়ের মাটি কাটাতে কয়েকদিন ধরে বৃষ্টিতে তাদের চাষের জমি ভাঙ্গন ধরেছে। আবার রাস্তার পাশে গাদা মারা মাটি একটু বৃষ্টি হলে মাটির ধোয়ানি এসে পিচের রাস্তায় এসে জমা হয় এবং কাদা মাখা রাস্তায় পথচারিদের প্রতিনিয়ত চলাচলে সমস্যা হচ্ছে বলে বেশ কিছু পথচারীরা জানায়। এমত অবস্থাই এলাকাবাসী বলেন ভাটা মালিক কিসের জোরে সরকারী জমির মাটি কেটে ভাটায় ইট তৈরি কাজে ব্যাবহার করছে। এ বিষয়ে যথাযত ব্যাবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।