শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিচালনায় শিক্ষা স্বাক্ষরতাসহ বিভিন্ন বিষয়ে চুয়াডাঙ্গা টিটিসিতে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
- আপলোড টাইম : ০৫:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
- / ৩৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ৬৬জন শিক্ষককে শিক্ষা স্বাক্ষরতা, সমস্যা সমাধান ও রক্ষণাবেক্ষন বিষয়ক ৫দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার প্রস্ফুট মন্ডল প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রামার মইনুল ইসলাম।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্য সহযোগিতা করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর। ৫দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষকরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিচালনা করতে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা পাবেন।