ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরের বাকায় এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

জীবননগর প্রতিনিধিঃ জীবননগরে এক সন্তানের জননী গলায় ফাস দিয়ে রহস্য জনক ভাবে  আত্বহত্যা।জানা গেছে গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা এক সন্তানের জননী কাঞ্জন খাতুনের (২৪)স্বামীর বাড়ি থেকে এসে বাবার বাড়িতে গলায় ফাস দিয়ে আত্বহত্যা করেছে ।পারিবারিক সুত্রে জানা গেছে গত ৮বছর আগে কাঞ্জন খাতুনের জীবননগর উপজেলার উথুলী ইউনিয়নের উথুলী গ্রামের আমতলা পাড়ার মসলেম জোয়াদ্দারের ছেলে  দিনমুজুর মিলনের সঙ্গে বিবাহ হয় তাদের সংসারে ৭বছরের মিম নামের একটি ফুটফুটে কন্যা সন্তান  আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন ঝগড়া বিবাদ ছিল না সে নিজের ইচ্ছায় স্বামীর বাড়ি থেকে বাবার আসে  বলে নিহত কাঞ্জনের মা জানান  তা হলে কেনোই বা কাঞ্জন আত্বহত্যা করল এ নিয়ে এলাকায় একটি রহস্য জনক সংবাদ হয়ে দাড়িয়েছে । এলাকাবাসী সুত্রে জানা গেছে কাঞ্জন ও তার স্বামী গত তিন দিন আগে উথুলী শ্বশুর বাড়ি থেকে বাঁকা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে তাদের দেখে মনে হয়নি যে তাদের দু জনের ভিতরে মনোমালিন ছিল কিন্তু কি কারনে যে আত্বহত্যা করল তা কেউ নিশ্চিত করতে পারছে না । এ ব্যাপারে নিহত কাঞ্জনের স্বামী মিলনের সাথে কথা বললে সে বলেন গত দুই দিন আগে আমাকে বলল আমি চিকিৎসার জন্য আমার বাবার বাড়িতে যাব আমি যানি তার মাথায় একটু সমস্য আচে সে কারনে আমি তাকে যেতে বলি সে জীবননগর হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে চলে যায় আমি তার পরের দিন তাদের বাড়িতে যেয়ে দেখে আসি হঠাৎ সে কি কারনে আত্বহত্যা করেছে এটা আমি সঠিক জানি না । এদিকে কাঞ্জনের এই রহস্য জনক মিত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরের বাকায় এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

আপলোড টাইম : ১২:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬

জীবননগর প্রতিনিধিঃ জীবননগরে এক সন্তানের জননী গলায় ফাস দিয়ে রহস্য জনক ভাবে  আত্বহত্যা।জানা গেছে গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা এক সন্তানের জননী কাঞ্জন খাতুনের (২৪)স্বামীর বাড়ি থেকে এসে বাবার বাড়িতে গলায় ফাস দিয়ে আত্বহত্যা করেছে ।পারিবারিক সুত্রে জানা গেছে গত ৮বছর আগে কাঞ্জন খাতুনের জীবননগর উপজেলার উথুলী ইউনিয়নের উথুলী গ্রামের আমতলা পাড়ার মসলেম জোয়াদ্দারের ছেলে  দিনমুজুর মিলনের সঙ্গে বিবাহ হয় তাদের সংসারে ৭বছরের মিম নামের একটি ফুটফুটে কন্যা সন্তান  আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন ঝগড়া বিবাদ ছিল না সে নিজের ইচ্ছায় স্বামীর বাড়ি থেকে বাবার আসে  বলে নিহত কাঞ্জনের মা জানান  তা হলে কেনোই বা কাঞ্জন আত্বহত্যা করল এ নিয়ে এলাকায় একটি রহস্য জনক সংবাদ হয়ে দাড়িয়েছে । এলাকাবাসী সুত্রে জানা গেছে কাঞ্জন ও তার স্বামী গত তিন দিন আগে উথুলী শ্বশুর বাড়ি থেকে বাঁকা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে তাদের দেখে মনে হয়নি যে তাদের দু জনের ভিতরে মনোমালিন ছিল কিন্তু কি কারনে যে আত্বহত্যা করল তা কেউ নিশ্চিত করতে পারছে না । এ ব্যাপারে নিহত কাঞ্জনের স্বামী মিলনের সাথে কথা বললে সে বলেন গত দুই দিন আগে আমাকে বলল আমি চিকিৎসার জন্য আমার বাবার বাড়িতে যাব আমি যানি তার মাথায় একটু সমস্য আচে সে কারনে আমি তাকে যেতে বলি সে জীবননগর হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে চলে যায় আমি তার পরের দিন তাদের বাড়িতে যেয়ে দেখে আসি হঠাৎ সে কি কারনে আত্বহত্যা করেছে এটা আমি সঠিক জানি না । এদিকে কাঞ্জনের এই রহস্য জনক মিত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে