পৌর মেয়র জাহাঙ্গীর আলমের উদ্যোগে জীবননগরে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৫:৩৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
- / ৩৩৮ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলমের উদ্যোগে সাংবাদিক ও সুধী ব্যাক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৌর মেয়র জাহাঙ্গীর আলমের মুক্তিযোদ্ধার পাশে নিজস্ব অফিস কার্যলয়ে সাংবাদিক ও সুধী ব্যাক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার শহর প্রতিনিধি শাকিল হাসান, দৈনিক আকাশ খবর পত্রিকার ফুরকান হোসেন সোহাগ, আওয়ামীলীগ নেতা দাউদ সরদার, আ.রাজ্জাক, আজিজুল হক, নাজির উদ্দিন, আলী আহম্মদ যুবলীগনেতা মজিবার রহমান প্রমূখ। একই সাথে জীবননগর প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর শাখার আয়োজনে থানা জামায়াতের আমির খলিলুর রহমানের সভাপতিত্বে সাংবাদিকদের সম্মানে জীবননগর প্রেস ক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির আনারুল হক মালিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো জি এ জাহিদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি কামাল সিদ্দিক বাবু প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা জীবননগর পৌর জামায়াতের আমির মাও.সাজেদুর রহমান।