আলমডাঙ্গা ও জীবননগরে পুলিশের পৃথক অভিযান জামায়াতের থানা সেক্রেটারিসহ আটক ৮
- আপলোড টাইম : ০৫:৩২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
- / ৩৯৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস/জীবননগর অফিস: আলমডাঙ্গা ও জীবননগর থানা পুলিশের পৃথক অভিযানে থানা জামায়াতের সেক্রেটারীসহ ৮জন জামায়াত কর্মি আটক হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পূরাতন পাঁচলিয়া গ্রামের সার্জেদ আলী মালিতার ছেলে জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম ও একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জামায়াত নেতা আব্দুল মোমিন জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মি নিয়ে নাশকতার পডিরকল্পনা করছিল বলে পুলিশের কাছে তথ্য আসে। সংবাদ পেয়ে থানার এসআই টিপু সুলতান ও এসআই পিয়ার আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে অন্যান্য সহকর্মিরা পালিয়ে গেলেও এ দুজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে। গতকাল তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, জীবননগর থানা সুত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মৃত ইউসুফ আলী তরফদারের ছেলে জীবননগর থানা জামায়াতের সেক্রেটারী ইসরাইল হোসেন (২৮) সহ একই গ্রামের মৃত আঃ হকের ছেলে জামায়াত কর্মি আঃ সালাম (২৫) কাউছার আলীর ছেলে লাল্টু (২৭) ইলিয়াসের ছেলে মতিয়ার (২৪) রহমবারীর ছেলে আবুল কালাম (২৮) এবং মৃত আক্তার হোসেনের ছেলে মোমিনুর রহমানকে (২৯) পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের ঘটনা সত্যতা শিকার করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান জামায়াতের সেক্রেটারীসহ অনান্য সদস্যগন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতামুলক কর্মকান্ডের জন্য গোপনে বৈঠক করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের গতকাল কোর্টে চালান করা হয়।