জীবননগর উপজেলার মেধাবী শিক্ষাথীদের মাঝে বৃত্তি প্রদান
- আপলোড টাইম : ১২:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
- / ৩৭২ বার পড়া হয়েছে
জীবননগর অফসি: জীবননগর উপজেলা পরিষদের অর্থায়নে গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বৃত্তি প্রদান করা হয়েছে ।গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা মিলনায়তনে জীবননগর উপজেলার জি পি এ ৫প্রাপ্ত ১৮০জন শিক্ষার্থীদের মাঝে মোট ৪লক্ষ টাকা বিতারন করা হয় ।জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান হাফিজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন,উথুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান ,রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা ,জীবননগর উপজেলা পরিষদের সি,এ ইসমাইল হোসেনের উপস্থাপনায় আর ও বক্তব্য রাখেন উথুলী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন খান,শিক্ষার্থী ইনামুল হক ও শিফা খাতুন শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকিবিল্লাহ এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা ,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির ,সাংবাদিক জাহিদ বাবু,মিঠুন মাহমুদ, আরিফুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্ধ উপস্থিত ছিলেন ।