দর্শনায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
- আপলোড টাইম : ০৪:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
- / ৩৮১ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে দর্শনা প্রেসক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দর্শনা প্রেসক্লাব ভবনে এ ইফতার মাহফিলে দর্শনা পৌর জামায়াতে ইসলামীর আমীর মাহবুবুর রহমান টুকুর সভাপতিত্ব অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়া বক্তব্য রাখেন-দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাবেক সভাপতি আওয়াল হোসেন ও হানিফ মন্ডল। বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু জার গিফারীর প্রাণবন্ত উপস্থাপনায় মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকর, জামায়াত ইসলাম পৌর অফিস সম্পাদক সবুজ মিয়া, দর্শনা পৌর কমিশনার সাহিকুল আলম অপু, জামায়াত নেতা আজাদ হোসেন, দর্শনা পৌর শিবির সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক তানজির আহম্মেদ প্রমূখ।