দর্শনায় পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযান : ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন গ্রেফতার
- আপলোড টাইম : ০৪:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
- / ৩১৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ও পারকৃষ্ণপুরে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদকব্যবসায়ী ও দুই মাদকসেবীকে আটক করেছে দর্শনা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা হতে রাত সাড়ে ১০টার মধ্যে এদের আটক করা হয়।
দর্শনা তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে তদন্তকেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম, এএসআই লাভলু ও এএসআই সামসুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পুরাতন বাজারস্থ সোসাইটর ভিতরে লিটিল এঞ্জেল স্কুলের কুড়ে ঘরে। এসময় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ইউপি সদস্য আমিরুল ইসলাম গোন্ডার ছেলে ওলিয়ার রহমান প্রকাশ (৩০), দর্শনা পরানপুরের নজিরের ছেলে শামিম হোসেন (২৯) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ার আক্কাস মন্ডলের ছেলে জাহাঙ্গীর কবির নানক (৩১)কে আটক করা হয়। জনশ্রুতি রয়েছে দীর্ঘদিন থেকে তারা ইয়াবা ব্যবসা করে আসছিল। আটকের সময় তাদের কাছে ১লক্ষ ১৭হাজার টাকা ছিলো বলে জানা যায়। এছাড়া পুলিশের একই টহলদল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পারকৃষ্ণপুরে ব্রিজের নিচে অভিযান চালায়। এসময় দুই পুরিয়া গাজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ পারকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন (২৫) ও আব্বাসের ছেলে রাসেল (২৬)কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়েরশেষে ওই রাতেই তাদের দামুড়হুদা থানায় সোপর্দ করে বলে জানা গেছে।