শিরোনাম:
চুয়াডাঙ্গা দামুড়হুদা ঠাকুরপুর সীমান্ত থেকে বিএসএফ : এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
- / ৩৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত থেকে আবুবকর (৪০)নামের এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী ( বিএসএফ ) সদস্যরা ধরে নিয়ে গেছে। আবু বকর দামুড়হুদা উপজেলার ঠাকুপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক লেঃ কর্ণেল রাশিদুল আলম জানান, আজ শুক্রবার বিকালে ঠাকুপর গ্রামের গোলাম মন্ডলের ছেলে আবুবকর(৪০) ঠাকুপুর সীমান্তের ৮৯ নম্বর পিলারের পাশে তার নিজ মহিষ চরাচ্ছিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) তাকে ধরে নিয়ে যায়। তিনি আরো জানান, আবুবকরকে ফিরিয়ে আনতে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে ভারতের নলোপাড়া বিএএসএফ ক্যাম্প কমান্ডারের কাছে পত্র পাঠানো হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত আববুবকর ভারতীয় বিএসএফ এর হেফাজত থেকে ছেড়ে দেওয়ার কোন খবর পাওয়া যায়নি।
ট্যাগ :