জীবননগর হরিহরনগরে ইফতার অনুষ্ঠানে আনোয়ারুল হক মালিক সমাজ পরিবর্তনের বার্তা নিয়ে ফিরে আসে রমযান
- আপলোড টাইম : ০৫:৩৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
- / ৪৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মাহে রমযান তাকওয়া ও প্রশিক্ষণের মাস। মূলত সমাজ পরিবর্তনের বার্তা নিয়ে বারবার আমাদের মাঝে ফিরে আসে পবিত্র মাহে রমযান। এ মাসে কালামে হাকীম পবিত্র কোরআন নাযিল হয়েছিল বলে এ মাসের মর্যাদা সমাধিক। গতকাল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে একথাগুলি বলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসমস্ত তথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয় গতকাল অনুষ্ঠিত ইফতার মাহফিলে সীমান্ত ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি আব্দুল ওহেদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মো: রুহুল আমিন। প্রধান অলোচক তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়তে হলে রমযানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আমাদের যাকাত ভিত্তিক সমাজ প্রয়োজন তহলে সমাজ থেকে দুর্নীতি ও দারিদ্রতার আভিশাপ থেকে দেশ জাতি মুক্তি পাবে। এছাড়া ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জীবননগর থানা শাখার আমীরঅধ্যাপক খলিলুর রহমান, মও সাজেদুর রহমান গোলামরছুল, মও আবুবকর প্রমূখ।