গাংনীর নওয়াপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
- / ৪১৭ বার পড়া হয়েছে
গাংনী অফিস: আমাদের স্কুল, আনন্দের এক রঙিন ফুল, সন্ত্রাস ও মাদকমুক্ত জীবন চাই, সচেতন মা-ই পারে সন্তানের সুন্দর জীবন গড়তে’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ছোট সোনা মনিদের নাচ -গান আর আনন্দ ঘন পরিবেশে গাংনী উপজেলার নওয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধে এই মা সমাবেশের আয়োজন করা হয়।
মা সমাবেশ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজামউদ্দীন বিশ্বাস।
মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান।
প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা এহসানুল হাবীব, পিটিএ সভাপতি আবু হানিফ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, ম্যানেজিং কমিটির সদস্য ইউপি মেম্বর আনারুল ইসলাম, আব্দুস সালাম, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান, শাহাবুদ্দীন আহমেদ, আঃ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
পরে বিদ্যালয়ের সতেচন অভিভাবক, মেধাবী ছাত্র ছাত্রী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুই শতাধীক মা অংশগ্রহণ করেন।