দর্শনায় বিজিবি’র মাদকবিরোধী সফল অভিযান : ফেন্সিডিলসহ ৩জন আটক হলেও ৫ জনের ভৌদৌড়
- আপলোড টাইম : ০৪:৩১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
- / ৪২৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩জনকে আটক করেছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ভারতের গেদে বিএসএফ সদস্যরা মাদক পাচারচারীচক্রকে ধাওয়া করে। দর্শনা বিজিবি ক্যা¤েপর কো¤পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলারের ৪ নং সাব পিলারের নিকটবর্তী স্থানে। এ সময় মাদক পাচারকারীচক্রের ৩ সদস্যকে বিজিবি আটক করতে পারলেও আরও ৫ জন পালিয়ে যায়। অজ্ঞাত পালাতকদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আটককৃতরা হলো দর্শনা পৌর শহরের জয়নগরের আজিজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। উসমান আলীর ছেলে সাদ্দাম (২৭) শামসুল ইসলাম ছেলে খলিলুল রহমান (৩৪)ও আটককৃত প্রত্যেকের কাছে ১২ বোতল করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সুবেদার জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় দর্শনা বিজিবির পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন সুবেদার জাহাঙ্গীর হোসেন। আটককৃত ফেন্সিডিল মূল্য ১৪হাজার টাকা বলে জানান। এছাড়া মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় বলদিয়া বি ও পি টহল কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার হৈবতপুর মাঠে থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।আটককৃত ফেন্সিডিলের মূল্য ৮৪ হাজার টাকা বলে জানান।