সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক : চালকদের বেশি দায়িত্ববান হয়ে গাড়ি চালাতে হবে
- আপলোড টাইম : ০৪:২৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
- / ৪২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আমাদের দেশে সারাবছরে সড়ক দূর্ঘটনায় যত মানুষ মারা অনেক দেশের যুদ্ধক্ষেত্রেও তার চেয়ে কম মানুষ মারা যায়। এজন্য আমাদের চালকদের আরো বেশি দায়িত্ববান হয়ে গাড়ি চালাতে হবে। অল্প কিছু সময় বাঁচানোর জন্য নিজের এবং পথচারীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করা যাবে না। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
পেশাদার গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক (ইঞ্জি.) জিয়াউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারি পরিচালক শেখ আশরাকুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি আরো বলেন, সড়কে চলার সময় যখন তখন ওভারটেকিং করার মানসিকতা পরিবর্তন করতে হবে। এর ফলে আপনি গন্তব্যে পাঁচ মিনিট দেরিতে পৌঁছালেও আপনার ও অন্যদের জীবন ঝুঁকিমুক্ত হতে পারে।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, সড়কে গাড়ি আপনার নিয়ন্ত্রণে থাকে না, বরং আপনি থাকেন গাড়ির নিয়ন্ত্রণে। এ কারণেই চালকদের বেশি বেশি দায়িত্ববান হতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা অফিস আয়োজিত এ আলোচনা সভায় জেলায় কর্মরত পেশাদার গাড়ি চালকরা উপস্থিত ছিলেন।