চুয়াডাঙ্গায় ‘দরিদ্র বিমোচনে যাকাত’ শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক : যাকাত আমাদেরকে সংশোধন করে
- আপলোড টাইম : ০৪:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
- / ৩৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘দরিদ্র বিমোচনে যাকাত’ শীর্ষক সেমিনার/আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। ইফা’র উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাকাত আমাদেরকে সংশোধন হবার সুযোগ তৈরী করে দেয়। তাই সকলকে যাকাত দিতে হবে। তিনি আরো বলেন, এ জেলার প্রতি আমাদের সকলের দ্বায়িত্ব আছে এবং আমার পরিকল্পনা রয়েছে চুয়াডাঙ্গার জন্য কিছু করে যাবার। সকলকে সাথে নিয়ে তা ধীরে ধীরে এবং স্থায়ীভাবে করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বিএডিসি জামে মসজিদের মাওলানা মো.ইবাদত হোসেনসহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ।