ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় মামার হেসোর কোপে ভাগ্নে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬
  • / ৪৯৭ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি: দামুড়হুদা হাউলি ইউনিয়নের তারিনিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামা আবু তাহেরের হেসোর কোপে ভাগ্নে রুবেল জখম হয়ে হাসপাতারের বিছানায় কাতরাচ্ছে। জানা গেছে, দামুড়হুদা তারিনিপুরের মৃত সুমছার হোসেনের ছেলে আবু তাহের তার ভাগ্নে রুবেল হোসেনকে(২৫) হেসো দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হাসপাতালে ভর্তি করেছে। এবিষয়ে রুবেল জানায়, আমার বাবা-মা নেই আমি নানির কাছে মানুষ, নানি আমাকে তার ২শতক জমি দিয়েছে বলে গতকাল দুপুর ১টার দিকে আমার স্ত্রীকে ছোট মামি জারু খাতুন, সেজো মামি শাপলা খাতুন ও সেজো মামা আবু তাহের বেধরক মারে এবং গালিগালাজ করার একপর্যায়ে আমি প্রতিবাদ করতে গেলে, আমার মামা তাহের আমাকে তার হাতে থাকা হেসো দিয়ে কোপ মারে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রুবেল মামলার প্রস্ততি নিচ্ছিলো বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা গণপূর্ত’র জমি দখল করায় পুলিশের হাতে লাল্টু আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার এসআই জাহাঙ্গীর আলমের অভিযানে গণপূর্ত বিভাগের জমি অবৈধ দখলকারী আটক হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে অভিযোগের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার থেকে টিএ্যান্ডটি পাড়ার মৃত বদর উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে অবৈধ দখলদার মো. রমজান আলী লাল্টু জোয়ার্দ্দারকে আটক করে। আজ তার বিরুদ্ধে থানায় মামলা হলে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় মামার হেসোর কোপে ভাগ্নে জখম

আপলোড টাইম : ০২:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬

শহর প্রতিনিধি: দামুড়হুদা হাউলি ইউনিয়নের তারিনিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামা আবু তাহেরের হেসোর কোপে ভাগ্নে রুবেল জখম হয়ে হাসপাতারের বিছানায় কাতরাচ্ছে। জানা গেছে, দামুড়হুদা তারিনিপুরের মৃত সুমছার হোসেনের ছেলে আবু তাহের তার ভাগ্নে রুবেল হোসেনকে(২৫) হেসো দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হাসপাতালে ভর্তি করেছে। এবিষয়ে রুবেল জানায়, আমার বাবা-মা নেই আমি নানির কাছে মানুষ, নানি আমাকে তার ২শতক জমি দিয়েছে বলে গতকাল দুপুর ১টার দিকে আমার স্ত্রীকে ছোট মামি জারু খাতুন, সেজো মামি শাপলা খাতুন ও সেজো মামা আবু তাহের বেধরক মারে এবং গালিগালাজ করার একপর্যায়ে আমি প্রতিবাদ করতে গেলে, আমার মামা তাহের আমাকে তার হাতে থাকা হেসো দিয়ে কোপ মারে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রুবেল মামলার প্রস্ততি নিচ্ছিলো বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা গণপূর্ত’র জমি দখল করায় পুলিশের হাতে লাল্টু আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার এসআই জাহাঙ্গীর আলমের অভিযানে গণপূর্ত বিভাগের জমি অবৈধ দখলকারী আটক হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে অভিযোগের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার থেকে টিএ্যান্ডটি পাড়ার মৃত বদর উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে অবৈধ দখলদার মো. রমজান আলী লাল্টু জোয়ার্দ্দারকে আটক করে। আজ তার বিরুদ্ধে থানায় মামলা হলে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।