খুলনা বিভাগীয় কমিশনারের সাথে মেহেরপুর জেলার সরকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০২:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬
- / ৩৬৬ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুরে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সাথে মতবিনিময় সভা করেছে মেহেরপুর জেলার বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তারা। গতকাল সোমবার সন্ধ্যায় সার্কিট হাউজ হল রুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল হালিম, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের প্রধন নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ লতিফুল কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, এজিইডি’র নির্বাহী প্রকৌশল আজিমুদ্দীন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খায়রুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফউজ্জামান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা শিক্ষা অফিসার সুভাস চন্দ্র গোলদার সহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা। সভায় মেহেরপুর জেলার বিভিন্ন দপ্তরের লোকবল ঘাটতি সহ জেলার নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ওইসব কর্মকর্তারা।