শিরোনাম:
জাতির জনকের শাহাদত বার্ষিকী পালনে গাংনীর হেমায়েতপুরে আলোচনা সভা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬
- / ৪৯৮ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারে গতকাল রবিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু ও রাইপুর ইউপি আ.লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজে অংশ নেন বিভিন্ন এলাকার মানুষ।
ট্যাগ :