গ্রামীণফোনের নতুন কোড নাম্বার ০১৩
- আপলোড টাইম : ০৭:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
- / ৩৭৫ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: ০১৭-এর পাশাপাশি গ্রামীণফোন নতুন কোড নাম্বার (নাম্বার স্কিম) ০১৩ বরাদ্দ পেয়েছে। অপারেটরটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এই নাম্বার স্কিম বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল। তিনি বলেন, ‘গ্রামীণফোনের জন্য ০১৭ নাম্বার স্কিমে বরাদ্দ ছিল ১০ কোটি নাম্বার। নাম্বারগুলোর বিক্রি প্রায় শেষের দিকে। তাই আমরা ০১৩ নাম্বার স্কিমের জন্য আবেদন করেছিলাম। যার পরিপ্রেক্ষিতে বিটিআরসি সেটি অনুমোদন করেছে। আমরা ০১৩ নাম্বার স্কিমের অনুমোদনপত্র পেয়েছি। আমাদের নেটওয়ার্কের উন্নয়নসহ কিছু কাজ রয়েছে। কাজ শেষ হলেই আমরা ০১৩ চালু করব।’ জানা গেছে, আসছে নভেম্বরের মধ্যে গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত ১০ কোটি নাম্বারের কোটা শেষ হয়ে যাবে। এর আগে বা পরে চালু হতে পারে ০১৩। সে সময় গ্রামীণফোনের নতুন ব্যবহারকারীদের ডায়ালিং কোড নাম্বার হবে ০১৩।